Mountain View
নারীদের জন্য পর্ন বানাবেন অস্কার জয়ী অভিনেত্রী


প্রকাশ : মে ১৯, ২০১৬ , ২:০৭ অপরাহ্ণ
প্রথম সংবাদ ডেস্ক

বিখ্যাত অভিনেত্রী সুসান সারনডন, ১৯৯৫ সালে ”ডেড ম্যান ওয়াকিং”সিনেমার জন্য অস্কার পুরস্কার জিতেছেন। অস্কারের পাশাপাশি বিশ্বের নানা নামিদামী পুরস্কারও জিতেছেন তিনি। এবার নিজের ক্যারিয়ারকে নতুন ঠিকানায় নিয়ে যেতে চান এই অভিনেত্রী।

কান চলচ্চিত্র উত্‍সবে যোগ দিয়ে সুসান বলেছেন, তিনি এবার পর্ন সিনেমায় পরিচালক হিসেবে কাজ করবেন।

এর কারণ হিসেবে তিনি বলেন, মেয়েদের জন্য দেখার মত ভাল পর্ন সিনেমা নাকি তৈরি হয় না। সব পর্নই হয় পুরুষদের কথা ভেবে। আর তাই তিনি এমন সব নতুন ধরনের পর্ন আনবেন তার পরিচালিত সিনেমায় যা এই দুনিয়ায় এর আগে কখনও হয়নি।

৭০ বছরের সুসান জানান, এখনকার বেশিরভাগ পর্নই বড় বেশি আক্রমণাত্মক। আর বছর দশেকের মধ্যে তিনি যে পর্ন বানাবেন তাতে নাকি শুধু ভালবাসা থাকবে। আর কিছু নয়।পুরোন সংবাদ দেখুন

সর্বাধিক পঠিত

প্রকাশকঃ মোহাম্মাদ রাজীব ।
সম্পাদকঃ মোস্তফা জামান (মিলন)
প্রধান নির্বাহী সম্পাদকঃ এ এম জুয়েল ।
মোবাইলঃ ০১৭১১৯৭৯৮৪৩
prothomsangbadbd@gmail.com

অফিসঃ প্রথম সংবাদ ডট কম
এক্সট্রিম আনলক, ফাতেমা সেন্টার
দোকান নং ৩১৪, ৪র্থ তলা (বিবির পুকুর পশ্চিম পাড়)
৫২৩ সদর রোড, বরিশাল - ৮২০০
বাংলাদেশ ।

© প্রথম সংবাদ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি Design & Developed By: Eng. Zihad Rana
Copy Protected by ENGINEER BD NETWORK