Mountain View
জেলা প্রতিনিধি খুঁজছে প্রথম সংবাদ ডট কম


প্রকাশ : জুলাই ১৬, ২০১৬ , ৬:৪২ অপরাহ্ণ
প্রথম সংবাদ ডেস্ক

সঠিক খবর সবার আগে দেয়ার প্রত্যয়ে প্রথম সংবাদ ডট কম অনলাইন নিউজপোর্টাল-এর জন্য বিভাগ এবং জেলা শহরের জন্য প্রতিনিধি নেয়া হচ্ছে । আগ্রহীদের ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। সেই সঙ্গে ক্যামেরা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থিকে অবশ্যই উদ্যমী, তরুণ ও পরিশ্রমী হতে হবে। সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত তারা সহ নতুন যে কেউ আবেদন পাঠাতে পারেন।

আগ্রহীরা আবেদন করুন prothomsangbadbd@gmail.com মেইলে অথবা ফোন করুন ০১৯১৮৯৩৯২০৭  / ০১৭১১৯৭৯৮৪৩ এই নাম্বারে । যোগ্যতা সম্পন্নদের প্রথম সংবাদ ডট কম-এর নিয়ম অনুযায়ী সব ধরনের সুযোগ  প্রদান করা হবে।

যেসব জেলার প্রতিনিধি দরকার সেই সব জেলার নাম নিচে দেয়া হলো।

বরিশাল, যশোর, ফেনী, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ফরিদপুর, বান্দরবন, গাজীপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, ঝালকাঠী, ঝিনাইদাহ, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নওয়াবগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নড়াইল, পাবনা, পিরোজপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ।পুরোন সংবাদ দেখুন

প্রকাশকঃ মোহাম্মাদ রাজীব ।
সম্পাদকঃ মোস্তফা জামান (মিলন)
প্রধান নির্বাহী সম্পাদকঃ এ এম জুয়েল ।
মোবাইলঃ ০১৭১১৯৭৯৮৪৩
prothomsangbadbd@gmail.com

অফিসঃ প্রথম সংবাদ ডট কম
এক্সট্রিম আনলক, ফাতেমা সেন্টার
দোকান নং ৩১৪, ৪র্থ তলা (বিবির পুকুর পশ্চিম পাড়)
৫২৩ সদর রোড, বরিশাল - ৮২০০
বাংলাদেশ ।

© প্রথম সংবাদ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি Design & Developed By: Eng. Zihad Rana
Copy Protected by ENGINEER BD NETWORK