Mountain View
বরিশালে বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ : জুন ২২, ২০১৭ , ৭:৪১ অপরাহ্ণ
প্রথম সংবাদ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥
বরিশালে বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার জাস্টিস ত্রন্ড ডাইভারসিটি ব্রাক কমৃসূচির আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় গালর্স নট ব্রাইডস জোটের আয়োজনে আজ ২২ জুন বৃস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সভাকক্ষে ত্রই কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রাসিদা বেগমের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মোঃ গাজী সাইফুজ্জামান।

ত্রসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ জাকির হোসেন,মোঃ মনিরুল ইসলাম হাওলাদার,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (আই সিটি শিক্ষা)আবুল কালাম তালুকদার,আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান, সমাজ সেবা প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন, বরিশাল ব্রাক প্রতিনিধি রিপন কুমার মন্ডল, সক্টর স্পেশালিস্ট সুবর্না খাতুন ও ইব্রাহিম খলিল, গ্লোবাল ইয়ূত সংগঠনের শাকিলা ইসলাম ত্রং সোহানুর রহমান সোহান।

উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড.মোঃ গাজী সাইফুজ্জামান বলেন  জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০১৬ সারের ৫ইমে ব্যাপক প্রচারনার মাধ্যমে আমরা জেলায় বাল্য বিবাহকে সবাই না বলি।

ত্রজন্য আমরা সর্বক্ষেত্রে সবাইকে সব ধরনের সহযোগী করে যাচ্ছি। তিনি বলেন কোন ভাবেই বাল্য বিয়ে হতে দেওয়া যাবেনা।

নারী শিক্ষার মান আগের চেয়ে অনেক বৃদ্বি পেয়েছে ্্এক্ষেত্রে অসহায়দের পাশে সহযোগীতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

কর্মশালায় বরিশাল ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক মোঃ নিজাম উদ্দিন,সেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কাজী প্রতিনিদিরা অংশ নেয়।পুরোন সংবাদ দেখুন

প্রকাশকঃ মোহাম্মাদ রাজীব ।
সম্পাদকঃ মোস্তফা জামান (মিলন)
প্রধান নির্বাহী সম্পাদকঃ এ এম জুয়েল ।
মোবাইলঃ ০১৭১১৯৭৯৮৪৩
prothomsangbadbd@gmail.com

অফিসঃ প্রথম সংবাদ ডট কম
এক্সট্রিম আনলক, ফাতেমা সেন্টার
দোকান নং ৩১৪, ৪র্থ তলা (বিবির পুকুর পশ্চিম পাড়)
৫২৩ সদর রোড, বরিশাল - ৮২০০
বাংলাদেশ ।

© প্রথম সংবাদ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি Design & Developed By: Eng. Zihad Rana
Copy Protected by ENGINEER BD NETWORK