Mountain View
বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত


প্রকাশ : নভেম্বর ১৪, ২০১৭ , ২:১৭ অপরাহ্ণ
প্রথম সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৭ উদযাপিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮ টায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেনতামূলক পদযাত্রার আয়োজন করে ডায়াবেটিস সমিতি বরিশাল, এ্যাড. হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল বরিশাল।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৭ এর প্রতিপদ্য বিষয় হলো “সকল গর্ভধারন হোক পরিকল্পিত”। এই স্লোগানকে নিয়ে ডায়াবেটিস সমিতি বরিশালের উদ্যোগে সকাল ৮ টায় পদযাত্রা ও সকাল ৯ থেকে ১১ টা পর্যন্ত এ্যাড. হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল বরিশালে বিনামূল্যে ডায়াবেটিকস রোগ নির্ণয় পরীক্ষা করা হয়।

র‌্যালিটি বরিশালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ্যাড.হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন বরিশাল ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা. পীযূষ কান্তি দাস।

সেখানেই ডায়াবেটিক সমিতি বরিশাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ পিযুষ কান্তি দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ডায়াবেটিক সমিতির কোষাদক্ষ মো. হান্নান মলি¬ক, সাবেক অধ্যক্ষ ডাঃ আবরার আহম্মেদ, সিনিয়র চিকিৎসক ডাঃ শাহিদুর রহমান, ডাঃ আলতাফ মাহমুদ, ডাঃ জহিরুল ইসলাম জাফর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে প্রতি ১০ জন মহিলায় ১ জন ডায়াবেটিকস রোগে আক্রান্ত। ডায়াবেটিকস সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বরিশালে ডায়াবটেসি সমতিরি সকল নেতৃবৃন্দসহ সদস্য ও হাসপাতালরে র্কমর্কতা এবং র্কমচারীরা উপস্থতি ছিলেন।

 

 পুরোন সংবাদ দেখুন

সর্বাধিক পঠিত

প্রকাশকঃ মোহাম্মাদ রাজীব ।
সম্পাদকঃ মোস্তফা জামান (মিলন)
প্রধান নির্বাহী সম্পাদকঃ এ এম জুয়েল ।
মোবাইলঃ ০১৭১১৯৭৯৮৪৩
prothomsangbadbd@gmail.com

অফিসঃ প্রথম সংবাদ ডট কম
এক্সট্রিম আনলক, ফাতেমা সেন্টার
দোকান নং ৩১৪, ৪র্থ তলা (বিবির পুকুর পশ্চিম পাড়)
৫২৩ সদর রোড, বরিশাল - ৮২০০
বাংলাদেশ ।

© প্রথম সংবাদ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি Design & Developed By: Eng. Zihad Rana
Copy Protected by ENGINEER BD NETWORK