Mountain View
পিডিবির সাবেক চেয়ারম্যানকে গলা কেটে হত্যা


প্রকাশ : অক্টোবর ৫, ২০১৫ , ৪:৪৬ অপরাহ্ণ
প্রথম সংবাদ ডেস্ক

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর করতে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ফলে আগামী নভেম্বর মাসেই নতুন বেতন কাঠামোতে ‘বর্ধিত বেতন’ পাবেন সরকারি চাকরিজীবীরা।

বর্ধিত বেতনের সঙ্গে জুলাই থেকে কয়েক মাসের এরিয়ার বিলও পাবেন তারা। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন স্কেল অনুযায়ী তাদের বেতন তুলবেন।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া প্রায় চূড়ান্ত। শিগগিরই তা জারি করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, প্রজ্ঞাপনের খসড়া তৈরি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অর্থমন্ত্রী দেশের বাইরে আছেন তিনি ফিরলেই তা অনুমোদন করা হবে। তারপর গেজেট প্রকাশ করা হবে। প্রজ্ঞাপনে বৈশাখী ভাতার কথাও উল্লেখ থাকছে বলে জানা গেছে।

এদিকে, সরকারি চাকরিজীবীদের ‘গ্রেড’ অনুযায়ী পরিচিত হওয়ার লক্ষ্যে নতুন করে নীতিমালা তৈরি করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।পুরোন সংবাদ দেখুন

প্রকাশকঃ মোহাম্মাদ রাজীব ।
সম্পাদকঃ মোস্তফা জামান (মিলন)
প্রধান নির্বাহী সম্পাদকঃ এ এম জুয়েল ।
মোবাইলঃ ০১৭১১৯৭৯৮৪৩
prothomsangbadbd@gmail.com

অফিসঃ প্রথম সংবাদ ডট কম
এক্সট্রিম আনলক, ফাতেমা সেন্টার
দোকান নং ৩১৪, ৪র্থ তলা (বিবির পুকুর পশ্চিম পাড়)
৫২৩ সদর রোড, বরিশাল - ৮২০০
বাংলাদেশ ।

© প্রথম সংবাদ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি Design & Developed By: Eng. Zihad Rana
Copy Protected by ENGINEER BD NETWORK