বাংলাদেশ রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:৫৭ পিএম

সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আগামী সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে দেশব্যাপী ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ এপ্রিল, ২০২৪) আবহাওয়া অধিদপ্তরের জারিকৃত সতর্কবার্তায় বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী ৭২ ঘণ্টায় তা আরও বাড়তে পারে। আর্দ্রতার পরিমাণ বৃদ্ধির কারণে অস্বস্তিও বাড়তে পারে।’

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বাগেরহাট জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও রাজশাহী বিভাগ এবং দিনাজপুর, রংপুর, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের এক/দুটি স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় শুক্রবার সূর্যাস্ত হয়েছে ৬টা ২২ মিনিটে এবং সূর্যোদয় হবে শনিবার ৫টা ৩৩ মিনিটে।
 

Link copied!

সর্বশেষ :