বাংলাদেশ শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দৌলতদিয়া ঘাটে লঞ্চে যাত্রী বেশি ফেরিতে চাপ কম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৭:১৪ পিএম

দৌলতদিয়া ঘাটে লঞ্চে যাত্রী বেশি ফেরিতে চাপ কম

বিভিন্ন গন্তব্যের যাত্রীরা লঞ্চে উঠছেন। ছবি : সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ইতোমধ্যে কর্মস্থলে ফিরেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকেই। কেউ কেউ এখনও কাজে ফিরছেন। তবে সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরির চাপ কম থাকলেও ফেরিতে যাত্রী বেশি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া অফিস ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, গেটায় ছোট-বড় ১৮টি ফেরি থাকলেও যান চলাচলের অভাবে মাত্র ৮-১০টি ফেরি চলাচল করে। অন্যান্য ফেরি যানবাহনের চাপের কারণে নিয়মিত ছেড়ে যায়।

সোমবার সকালে জানা যায়, ঢাকাগামী একটি ভ্যান দৌলতদিয়া ঘাটে দীর্ঘ অবস্থানের পর ঘাটে এসে তৎক্ষণাৎ ফেরিতে চড়ে নদী পার হয়। শুরুর গেটে যাত্রীর চাপ তুলনামূলকভাবে বেশি। টাইপ কাপোতি ফেরি, যেটি দৌলতদিয়া নং ঘাটে অপেক্ষা করছিল। ৭, প্রায় পনের মিনিট অপেক্ষার পর সকাল সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। এই মুহুর্তে, ফেরিটি একটি যাত্রীবাহী বাস, দুটি ট্রাক, তিনটি অ্যাম্বুলেন্স এবং বেশ কয়েকটি ছোট গাড়ি সহ ঘাট ছেড়ে যায়। অন্যান্য ঘাটে অপেক্ষারত ফেরিগুলোর অবস্থাও একই রকম।

বিআইডব্লিউটিএ পরিবহন বিভাগের ঘাট সুপার মো. শিমুল ইসলাম বলেন, ছুটির পর রোববার বিকেল থেকে লোকজন কাজে ছুটতে শুরু করে। পদ্মসেতু মুক্তির আগে এটির অর্ধেক চাপও নেই। এর মানে সবাই নিরাপদে কাজ করতে পারে।

চালক শাহিরদিয়া পরিবহন রাজাবাড়ী থেকে নং ঘাটে। ৭. রশিদ বলেছেন: পদ্মা সেতু উদ্বোধনের আগে নদী পার হতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঈদের ছুটির পর আজ এই অফিস খোলা হয়েছে। আমি ভাবলাম অন্তত আজ ট্রাফিক থাকতে পারে। কিন্তু ঘাটে পৌঁছে দেখি খালি। ঘাটের ট্রাফিক ব্যবস্থাপক মুনির হুসাইন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদের ছুটির পর নদী পারাপারের চেষ্টায় ঘাট এলাকায় ৬ থেকে ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন হাজারো মানুষ। এখন যানজট নেই, ভোগান্তি নেই।

জেলা পুলিশের তথ্যমতে, ধাউড়দিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি নৌযান ও ২০টি লঞ্চিং বোট রয়েছে। ধাউরাদিয়ায় সাতটি লঞ্চ বোটের মধ্যে তিনটি, চারটি ও একটি লঞ্চ বোট চলাচল করছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৫২১টি বাস, ২৯২টি ট্রাক, ১,৬১৭টি ছোট গাড়ি এবং ১,০০০টি মোটরসাইকেল ধাউরাদিয়া ঘাট নদী পার হয়েছে।

সাওয়ার প্রতিষ্ঠানে কর্মরত ফারজানেহ আক্তার নামের এক নারী ঈদের ছুটি শেষে কাজে ফিরছেন। এই আলাপচারিতায় তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যায় পড়েন মানুষ। এখন আর কোনো ভোগান্তি নেই। আমরা সোজা ঘাটে পৌঁছে লঞ্চে চড়লাম।

Link copied!

সর্বশেষ :