বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ

জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৮:৫৮ পিএম

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ

আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব

আল্পনার রঙে সাজানো হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের জিরো পয়েন্টের ১৪ কিলোমিটার অলওয়েদার সড়ক পথ। এই আল্পনাকে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্যও আবেদন করবেন তারা। এই আল্পনার নাম দেয়া হয়েছে আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সকাল সাড়ে ১০টায় মিঠামইন জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলির আঁচড়ের মাধ্যমে আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসবের সমাপ্তি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ
আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেখা গেছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে সাথে নিয়ে আপ্লনা রঙিন অলওয়েদার সড়কের মোটরসাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ
আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ
আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোভিড-১৯ এর বিরতির পর পহেলা বৈশাখের আল্পনার উৎসব আবার ফিরে আসায় বাঙ্গালী চেতনার উদযাপন আবার তার চেনা রূপ লাভ করেছে। আয়োজকদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি ও আশাবাদ ব্যক্ত করছি যেন তারা ভবিষ্যতেও এমন আয়োজন করে দেশবাসীকে আনন্দে ভাসাতে পারে। এ আয়োজন ইতিহাসের পাতায় নাম লেখাবে।

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্রময় সব উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে দায়বদ্ধ।

দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ এ সকল উৎসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলালিংক-এর এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশীয় উৎসবকে তুলে ধরার একটি প্রয়াস।

বৈশাখের আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক

হাওরের গৃহিনী নিঝুম আফরোজ জানান, আমাদের বৈশাখ মানে ধান ঘরে তোলার আনন্দ। তবে এবারের বৈশাখে আল্পনার রঙে রঙিন হলো আমাদের অলওয়েদার সড়ক। এতে আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। হাওরে ঘুরতে আসা ব্যাংকার মাসুদুর রহমান জানান, অসাধারণ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিশোরগঞ্জের পুলেরঘাট থেকে ঘুরতে আসছি। সেই সকাল ৬টায় ঘুম থেকে ওঠে প্রস্তুতি নিয়ে এসেছি ইতিহাসের সাক্ষী হতে।

স্থানীয় হাওরবাসী মুজাহিদ সরকার জানান, হাওরের এই অলওয়েদার সড়কটি এমনিতে সারাদেশে ভাইরাল। এবার এখানে আলপনা অঙ্কন করায় হাওরে আরও পর্যটক আসবে যাতে করে হাওরের সাধারণ মানুষের লাভ হবে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল, বাংলালিংক ডিজিটাল ও বার্জার পেইন্টস যৌথ উদ্যোগে কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার অলওয়েদার সড়কে আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’, যা রোববার সকালে শেষ হয়েছে।

প্রথম সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Link copied!

সর্বশেষ :