বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইসরাইলে ইরানের হামলার হুমকি ‘বাস্তব’: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৮:০০ এএম

ইসরাইলে ইরানের হামলার হুমকি ‘বাস্তব’: হোয়াইট হাউস

ইসরাইলে ইরানের হামলা একটি ‘বাস্তব ও গ্রহণযোগ্য’ হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরান শিগগিরই ইসরাইলে পাল্টা হামলা চালাতে পারে বলে এমন শঙ্কার মধ্যে শুক্রবার (১২ এপ্রিল) এ কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা।

এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ৭ সদস্য নিহতের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। বেশ কয়েকবার পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় রাইসি প্রশাসন।সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, শিগগিরই ইসরাইলে বড় ধরনের হামলা হতে পারে। ইসরাইল বলেছে, আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়েই প্রস্তুত রয়েছে তারা।

 যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি শুক্রবার বলেন, ‘কোন আকারে, কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে, তা আমি বলতে পারছি না।’ তবে ইরানের হামলার হুমকি ‘কার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ‘খুব, খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে।’তিনি আরও বলেন, ইসরাইল যাতে এ ধরনের হামলায় নিজেদের সুরক্ষিত করতে পারে, তা নিশ্চিত করতে তারা নিয়মিত ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

 মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় রাইসি প্রশাসন ১০০টি ড্রোন এ কয়েকডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তা ঠেকানো ইসরাইলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ধারণা তাদের।

 এদিকে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত কি নিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে, যেকোনো হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

এ উত্তেজনার মধ্যেই হামলা না চালাতে রাইসি প্রশাসনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ইসরাইলকে রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি। ইতোমধ্যে নেতানিয়াহু বাহিনীকে যুদ্ধ পরামর্শ দিতে শীর্ষ জেনারেলও পাঠিয়েছে মার্কিন প্রশাসন।ইসরাইলে ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এরমধ্যেই নিজ দেশের নাগরিকদের ইসরাইল ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, রাশিয়া, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।


 

Link copied!

সর্বশেষ :