বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
হলিউড

‘জোকার’ দাপট! আবারও ২৪ ঘণ্টায় ট্রেলারের ভিউ ১৬ কোটি ৭০ লাখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৯:১৫ পিএম

‘জোকার’ দাপট! আবারও ২৪ ঘণ্টায় ট্রেলারের ভিউ ১৬ কোটি ৭০ লাখ

জোকার ২ । হোয়াকিন ফিনিক্সের সাথে থাকছেন লেডি গাগা।

‘জোকার ২’ দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। ২০১৯ সালের তুমুল আলোচিত ‘জোকার’ সিনেমার সিকুয়েল এটি। টড ফিলিপস পরিচালিত এই সিনেমায়ও জোকার চরিত্রে পর্দায় আসছেন হোয়াকিন ফিনিক্স। জোকারের বিপরীতে হার্লি কুইনের চরিত্রে দেখা যাবে মার্কিন গায়িকা লেডি গাগাকে।

গত বুধবার (১০ এপ্রিল) সিনেমাটির প্রায় আড়াই মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন। ট্রেলারেই জোকার ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে। প্রকাশের পর প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ১৬ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে বলে জানিয়েছে ভ্যারাইটি।

এর আগে ওয়ার্নার ব্রাদার্সের সবচেয়ে বড় সাফল্য পাওয়া ‘বার্বি’ সিনেমার ট্রেলারকেও ছাড়িয়ে গেছে ‘জোকার ২’। ফেসবুক, এক্স, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ১৬৭ মিলিয়নবারের বেশি।
প্রকাশের দিনই ট্রেলারটি  ইউটিউব ট্রেন্ডিংয়ে তালিকার শীর্ষে ছিল। এখন পর্যন্ত এটি ইউটিউবে দুই কোটিবারের বেশি দেখা হয়েছ। দুই দিন পরও এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে।

ফেসবুকেও দারুণ সাড়া পেয়েছে ট্রেলারটি। ওয়ার্নার ব্রাদার্সের অফিশিয়াল পেজে ট্রেলারটি দুই মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। এক্সেও আধিপত্য বিস্তার করেছে ট্রেলারটি। লেডি গাগার ফেসবুক পেজে ট্রেলারটি দেখা হয়েছে দেড় মিলিয়নবারের বেশি।
গত ভালোবাসা দিবসে সিনেমাটির পোস্টার আর এবার সিনেমাটির ট্রেলার ভক্তদের উন্মাদনা বাড়িয়েছে। ভ্যারাইটি জানিয়েছে, সিকুয়েলটি একটি মিউজিক্যাল থ্রিলার হতে যাচ্ছে। ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে। কিছু নতুন গানও থাকবে বলে শোনা যাচ্ছে। সিনেমাটির সংগীত আয়োজন করেছেন অস্কারজয়ী সুরকার হিলডুর গানেডটেয়ার।

যেখানে ‘জোকার’–এর প্রথম ভাগ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এর সিকুয়েল। লেডি গাগা আর হোয়াকিন ফিনিক্স ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে জ্যাজি বিটজ, ক্যাথরিন কিনা, ব্রেন্ডান গ্লিসনকে। এর চিত্রনাট্য লিখেছেন ফিলিপস আর স্কট সিলভার।
আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতে নেন ফিনিক্স। গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।

প্রথম সংবাদের  খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Link copied!

সর্বশেষ :