বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রায় ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ব্র্যাক ব্যাংকের এমডি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ১২:৫৮ এএম

প্রায় ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ব্র্যাক ব্যাংকের এমডি

ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন ব্যাংকটির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি নিজের নামে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করবেন।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সেলিম আর এফ হোসেন তাঁর নিজের নামে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ২৩টি বিক্রি করবেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইতে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি।

ব্র্যাক ব্যাংক ২০০৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার আছে। বাকি ৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Link copied!

সর্বশেষ :