বাংলাদেশ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদের পর আবারও অস্থির আলুর বাজার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ০৯:২১ পিএম

ঈদের পর আবারও অস্থির আলুর বাজার

মৌসুমের শুরু থেকেই নিয়ন্ত্রণহীন আলুর বাজার। সরকারের নির্ধারিত দাম ২৯ টাকা হলেও, বাজারে কেজিতে আলুর দাম ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। এর নেপথ্যে সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেন ভোক্তারা।শনিবার (১৩ এপ্রিল) রংপুর সিটি বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

মৌসুমের শুরু থেকে এবার আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে। পাইকারি ও খুচরা পর্যায়ের অস্থিরতা যেন থামছেই না। সরকার দাম নির্ধারণ করে দিলেও, ঈদের ছুটিতে প্রতিকেজি আলু ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে। আলুর বাজারের এই অস্থিরতায় সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেন ভোক্তারা।

উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জেও আলুর দাম চড়া। কৃষি বিভাগ প্রতি কেজি আলুর উৎপাদন ব্যয় ১৮ টাকা বললেও, কৃষকের দাবি ২০- ২৫ টাকা। পাশাপাশি সরকার আলুর দর কেজিপ্রতি ২৯ টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কোন ব্যবসায়ী।ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ না থাকায়, বেড়েছে আলুর দাম। আর ক্রেতারা বলছেন, পর্যাপ্ত আলু থাকলেও মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল করছেন বাজার। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও করেন তারা।

 

রংপুর সিটি বাজারের খুচরা ব্যবসায়ীরা বলেন,

 

আলুর দাম প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়েছে। ক্রেতারা দাম শুনেই তেলে-বেগুণে জ্বলে উঠছেন। কিন্তু এইখানে আমাদের কি করার আছে? আমরা বেশি দামে কিনে এনেছি, তাই বেশি দামে বিক্রি করছি।

 

ফারুক নামের একজন ক্রেতা জানান, ঈদের আগেও ৪০ টাকা কেজি ছিল আলু। ঈদের এই ২ দিনে একেবারে ৫০ ছাড়িয়ে গেছে আলুর দর। সাধারণ মানুষকে নাজেহাল করার জন্য যা যা করা প্রয়োজন, সবই করছে এই ব্যবসায়ী শ্রেণি ও সিন্ডিকেট। আলুর কেজি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 শনিবার রংপুর সিটি বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায় আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি শিল বিলাতি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, ঝাউ আলু ৬০ টাকা ও ডায়মন্ড আলু ৬০ টাকা। এছাড়া বগুড়ার ঐতিহ্যবাহী লাল গোল আলু পাইকারিতে প্রতিকেজি ৫৬ টাকা ও খুচরায় ৬০ টাকায় দরে বিক্রি হচ্ছে।


 

Link copied!

সর্বশেষ :