বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হলমার্কের তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৩:২৫ পিএম

হলমার্কের তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি: প্রথম সংবাদ

ব্যাংক ঋণের নামে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ জনকে যাবজ্জীবন ও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম আজ মঙ্গলবার (১৯ মার্চ) এ রায় ঘোষণা করেছেন। রায়ে তানভীর-জেসমিন দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তানভীর ও জেসমিন ছাড়াও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাতজন হচ্ছেন, তানভীর মাহমুদের ভায়রা ও হলমার্ক গ্রুপের জেনারেল ম্যানেজার তুষার আহমেদ, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, টি অ্যান্ড ব্রাদার্সের ডিরেক্টর তসলিম হাসান, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের ম্যানেজিং ডিরেক্টর আবদুল মালেক, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার তৎকালীন সহকারি ডিজিএম মো. সাইফুল হাসান ও নির্বাহী কর্মকর্তা আ. মতিন।

দণ্ডিত অন্য আট আসামি হচ্ছেন, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক, ডিজিএম সফিজউদ্দিন ও এজিএম কামরুল হোসেন, সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার তৎকালীন নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি এবং সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার। এই আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জালিয়াতির মাধ্যমে ভুঁইফোড় প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ২০১২ সালে ৪ অক্টোবর হলমার্কের এমডি তানভীরসহ আসামীদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিদের বিরুদ্ধে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। মামলার বাদী ছিলেন দুদকের নাজমুচ্ছায়াদাৎ এবং তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. মশিউর রহমান।

Link copied!

সর্বশেষ :