বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রুমায় ভ্রমণ নিরুৎসাহিত করে ৪ নির্দেশনা প্রশাসনের

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৭:৩৫ পিএম

রুমায় ভ্রমণ নিরুৎসাহিত করে ৪ নির্দেশনা প্রশাসনের

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকালে পর্যটন এলাকাগুলোতে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ পর্যটন সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে পর্যটন সংশ্লিষ্টদের ৪টি নির্দেশনা মেনে চলার কথা বলা হয়।

শুক্রবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, জেলার যেসব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান সেসব পর্যটন স্পটে সব ধরনের পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। তবে অন্য এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে কোনো বাধা নেই।

 এর আগে গত মঙ্গলবার (৯ এপ্রিল) রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের (রুটিন দায়িত্বে) স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়।নির্দেশনায় বলা হয়, যৌথ বাহিনী অভিযান পরিচালনাকালে কোনো হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না। গাইডদেরও পর্যটকদের নিয়ে পর্যটনকেন্দ্রগুলোতে না নিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়। এ ছাড়া কোনো পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ পথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে নেয়া যাবে না।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেয়া হয়।’ তবে রুমায় যৌথ বাহিনীর অভিযান কত দিন চলবে নির্দেশনায় তা উল্লেখ করা হয়নি।উল্লেখ্য, গত ২ এপ্রিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা রুমার সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে এবং পুলিশ ও আনসার সদস্যের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় এবং পরের দিন থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করলেও ৪৬ ঘণ্টা পর তাকে উদ্ধার করে র‌্যাব।

হামলার ঘটনায় বান্দরবানের রুমা থানায় ও থানচি থানায় ৯টি মামলায় করা হয়। বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি অস্ত্র ও ডাকাতি এবং অপহরণের অভিযোগে এসব মামলা হলেও এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। তবে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে সংগঠনটির অর্ধ শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Link copied!

সর্বশেষ :