বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুখের নাগাল পাওয়ার ‘গোপন সূত্র’ দিয়েছেন দার্শনিকরা!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০১:৩৭ পিএম

সুখের নাগাল পাওয়ার ‘গোপন সূত্র’ দিয়েছেন দার্শনিকরা!

অধরা সুখের সন্ধান পেতে চিন্তার সাগরে ডুব দিয়েছিলেন ইতিহাসের স্মরণীয় দার্শনিকরা। সবার কাছেই সুখ ধরা দিয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্যে। সুখ খুঁজে পাওয়ার পথও তাই আলাদা ছিল তাদের। দার্শনিকদের উপদেশ মেনে নিয়ে আপনিও কি সুখের নাগাল পেতে চান তবে আজকের আয়োজন আপনারই জন্য।‘সুখ’ পুরোটাই মানসিক বিষয়। যে কারণে ব্যক্তিভেদে সুখের সংজ্ঞাও ভিন্ন হয়। দার্শনিকরাও তাই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছেন সুখের সন্ধান।

যেমন খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দের দিকে গৌতম বুদ্ধ সুখের সন্ধান দেন। সে বিষয়ে তিনি বলেন, সুখের কোনো পথ নেই। সুখ নিজেই একটা পথ। আর এ পথের দেখা জীবনের অভিজ্ঞতার তৃপ্তি মেলে।

গণিতের প্রেমিক, বিজ্ঞানী এবং যুক্তিবাদী হিসেবে ইতিহাসে পরিচিত বার্টান্ড রাসেল ১৮ শো শতকের প্রথম দিকে সুখ সম্পর্কে বলেন, সাবধানতা আর ভালোবাসার মধ্যেই সুখ লুকিয়ে থাকে।

 উনিশ শতকের দার্শনিক ফ্রেডরিক নিৎসে মনে করেন, চারপাশের সবকিছুতে নিয়ন্ত্রণ আর বাঁধা জয়ের মধ্যে রয়েছে প্রকৃত সুখ।খুব বেশি না চাওয়ার মধ্যে সুখ আছে বলে মনে করেন দার্শনিক সক্রেটিক্স কিন্তু সক্রেটিসের ছাত্র প্লেটো মনে করেন, মানুষের কৃতকর্মের মধ্যেই তার সুখ লুকিয়ে থাকে। প্লেটোর ছাত্র এরিস্টটলও তাই মনে করেন।

 প্রাচীন চীনের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কনফুসিয়াস তিনি বলেন, শুভ চিন্তা দিয়েই যতই সাধনার সাগরে ডুব দেয়া যাবে ততই সুখের নাগাল পাওয়া যাবে।

 হৃঁদয় ছোঁয়া সুখের সন্ধান দিয়েছেন চিন্তাবিদ হেনরি ডেভিড থোরি। তিনি বলেন, সুখ হলো রঙিন প্রজাপ্রতি। যতই এর পেছনে ছুটবেন, সে আপনাকে ধোকা দেবে। আর আপনি যখন শান্ত হয়ে সুখের প্রতি মনোযোগ দেবেন তখনই শুধু এ নিজে থেকে আপনার কাঁধে এসে বসবে।প্রসঙ্গত, বিশ্বসেরা এসব দার্শনিক বাস্তবিক ক্ষুদ্র সুখ নয় বরং মহাজাগতিক পারমার্থিক সুখের সন্ধান দিয়ে গেছেন তাদের বাণীতে। এসব বাণীর প্রকৃত অর্থ অনুভব করা ব্যক্তিই শুধু পাবেন প্রকৃত সুখের সন্ধান।

 

Link copied!

সর্বশেষ :