বাংলাদেশ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঈদের ২ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৭:৫২ এএম

রাজশাহীতে ঈদের ২ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীতে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট তিন জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।নিহতরা হলেন পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে। এর মধ্যে শান্ত ও ফাহিম বৃহস্পতিবার (১১ এপ্রিল) ও আজিজুল শুক্রবার (১২ এপ্রিল) প্রাণ হারান।

 মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, ঈদের দিন ২ বন্ধুসহ আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। নগরীর বুধপাড়া ফ্লাইওভারের কাছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ২ জনই সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে শান্ত মারা যান। ফাহিম রাতে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

 এছাড়া আজিজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে ১টি ট্রাক নিয়ে এসেছিল বেশ কিছু যুবক। ট্রাকে সাউন্ডবক্স ছিল। ট্রাকটিতে আজিজুল মাথা বের করা অবস্থায় ছিল। পরে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তার মাথা আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


 

Link copied!

সর্বশেষ :