বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে জলকেলিতে মাতবেন মারমা তরুণ-তরুণীরা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৪১ এএম

কাপ্তাইয়ে জলকেলিতে মাতবেন মারমা তরুণ-তরুণীরা

রাঙামাটির কাপ্তাইয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব-২০২৪।সোমবার (১৫ এপ্রিল) ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে এই জলকেলি উৎসবে মাতবেন মারমা তরুণ-তরুণীরা।

 চিংম্রং সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির সদস্য সচিব আচিংপ্রু মামরা ও আহ্বায়ক ওয়েশ্লিমং চৌধুরী জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে চিংম্রং বৌদ্ধ বিহার একটি পবিত্র তীর্থস্থান। এখানে রয়েছে শত বছরের প্রাচীন বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষবিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জলবর্ষণ উৎসব। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।তারা আরও জানান, এই উৎসবে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন। এদিন মারমা তরুণ-তরুণীরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করবেন। এছাড়া এইদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং র‍্যালি।

 এদিকে মারমা সম্প্রদায়ের এই উৎসবে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব  আচিংপ্রু মারমা বলেন, ১৫ এপ্রিল মূল ‘সাংগ্রাই রিলং পোয়ে’ উৎসব হলেও ১৪ এপ্রিল থেকে বিহার প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসেছেন চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক-দায়িকারা বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচারও পালন করবেন।

 


 

Link copied!

সর্বশেষ :