বাংলাদেশ শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ধর্মের ফোড়নে অখাদ্য বানানোর চেষ্টা হয় সংস্কৃতির প্রশ্নে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৮:৪৪ এএম

ধর্মের ফোড়নে অখাদ্য বানানোর চেষ্টা হয় সংস্কৃতির প্রশ্নে

দীপু মনি

সমাজবিষয়ক মন্ত্রীর মতে, বাঙালি সংস্কৃতির সমস্যাকে ধর্মীয় উসকানি দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে, যদিও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছিল। দীপু মনি। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন,
যখনই বাঙালি সংস্কৃতি গড়ে ওঠে, তখনই ধর্মের মিশ্রণ দিয়ে তাকে অপ্রীতিকর করার চেষ্টা করা হয়। যাইহোক, এই ধর্মীয় ও সাংস্কৃতিক সমস্যাটি 1952 সালে সমাধান করা হয়েছিল। আমরা একই সাথে বাঙালি এবং অন্যান্য ধর্ম পালন করি। তাই সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই।

তিনি আরো বলেন:
এমনকি আমাদের পোশাক নিয়েও বিবাদের কোনো অবকাশ নেই। কিন্তু মুজিবের পিতাকে হত্যার পর স্বাধীন বাংলাদেশেও এই নিষ্পত্তি হওয়া বিষয়গুলোকে আবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়।প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) বশির আহমেদ, চাঁদপুরের মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী প্রমুখ।

চাঁদপুর প্রেসক্লাব শহরের ঢাকাতিয়া নদীর তীরে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। মেলায় দেশীয় শিল্প ও সংস্কৃতির সাথে সম্পর্কিত পণ্য বিক্রির শত শত স্টল রয়েছে। আয়োজক কমিটি জানায়, শিশুতোষ বিভিন্ন খেলার পাশাপাশি মেলার মঞ্চে প্রতিদিন বাঙালি সংস্কৃতির বিকাশে মুক্ত আলোচনা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Link copied!

সর্বশেষ :