বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতির প্রশ্নে, ধর্মের ফোড়নে অখাদ্য বানানোর চেষ্টা হয়: দীপু মনি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৮:৪৪ এএম

সংস্কৃতির প্রশ্নে, ধর্মের ফোড়নে অখাদ্য বানানোর চেষ্টা হয়: দীপু মনি

বাঙালি সংস্কৃতির প্রশ্নে ধর্মের একটা ফোড়ন দিয়ে অখাদ্য বানিয়ে দেয়ার চেষ্টা করা হয়, যদিও ‘৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে এই প্রশ্নের মীমাংসা করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।শুক্রবার (১২ এপ্রিল) রাতে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন,  

যখনই বাঙালি সংস্কৃতির কথা উঠে, তখনই ধর্মের একটা ফোড়ন দিয়ে অখাদ্য বানিয়ে দেয়ার চেষ্টা করা হয়। তবে ১৯৫২ সালেই এই ধর্ম এবং সংস্কৃতির প্রশ্নটি মীমাংসা করে ফেলা হয়েছে। আমরা একই সঙ্গে বাঙালি এবং যার যার ধর্ম পালন করে থাকি। তাই সংস্কৃতির সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই।

তিনি আরও বলেন,  

আমাদের পোশাক পরিচ্ছদ নিয়েও কোনো সংঘর্ষের জায়গা নেই। তবুও পিতা মুজিব হত্যার পর থেকেই স্বাধীন বাংলাদেশেও এই মীমাংসিত বিষয়গুলোকে আবারও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।  

প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনী পাটোয়ারী প্রমুখ।

 শহরের ডাকাতিয়া নদীর পাড়ে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে চাঁদপুর প্রেসক্লাব। মেলায় দেশীয় শিল্প ও সংস্কৃতি নিয়ে পণ্য সম্ভারের শতাধিক স্টল রয়েছে। শিশু বান্ধব বিভিন্ন খেলার সামগ্রী ছাড়াও প্রতিদিন মেলা মঞ্চে বাঙালি সংস্কৃতির বিকাশ নিয়ে মুক্ত আলোচনা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানায় আয়োজক কমিটি।

 


 

Link copied!

সর্বশেষ :