বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এবারই প্রথম মানুষ স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছে: রেলমন্ত্রী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ১০:০৫ এএম

এবারই প্রথম মানুষ স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছে: রেলমন্ত্রী

এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেন ভ্রমণ করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এবারই প্রথম রেলে স্বস্তিতে মানুষ ঈদযাত্রা করেছে। টিকিটে কোনো কালোবাজারি হয়নি।মেহেরপুরের রেল সংযোগ নির্মাণে ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, মুজিবনগর রেললাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রকল্প। এটির কাজ চলমান। এটি যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে।জিল্লুল হাকিম বলেন, একটি প্রকল্প বাস্তবায়নে অনেকগুলো প্রক্রিয়া আছে। কোনো প্রকল্প গ্রহণের সময় সম্ভাব্যতা পরীক্ষা করা হয়। এই প্রতিবেদন ইতিবাচক হলে সেই অনুযায়ী প্রকল্প স্টেটমেন্ট ও ডিজাইন করা হয়। এসব প্রক্রিয়া শেষ হলে সেটি প্রকল্প আকারে একনেকে তোলা হয়। একনেকে পাস হলে ইআরডিতে যাবে। তারাই প্রকল্পের অর্থের যোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেললাইন প্রকল্প এখনো ওই পর্যায়ে যায়নি। এসব প্রসেসের জন্য যতটুকু সময় লাগবে এবং যতটুকু দ্রুত সম্ভব চেষ্টা করা হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার লক্ষ্যে রাজবাড়ী থেকে ভারত যাওয়ার সময় এই ষোলটাকা গ্রামে অবস্থান করেছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ৫৩ বছরের মাথায় মুক্তিযুদ্ধের স্মৃতির টানে গ্রামটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে স্মৃতিচারণ করেন জিল্লুল হাকিম।শরণার্থী গমন আর মুক্তিযোদ্ধাদের নিরাপদ বিচরণ ছিল ষোলটাকা গ্রামসহ আশেপাশের এলাকা। মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন এখানকার মুক্তিকামী মানুষ। অর্ধশত বছর ধরে রেলমন্ত্রী সেই স্মৃতির টানে এখানে ফিরে আসায় এলাকার মানুষ বেজায় খুশি।

এর আগে দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রেলমন্ত্রী। সন্ধ্যায় ষোলটাকা গ্রাম পরিদর্শন শেষে সড়ক পথে মেহেরপুর ত্যাগ করেন তিনি।

Link copied!

সর্বশেষ :