বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ভেন্যুর নাম প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৯:০৪ পিএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ভেন্যুর নাম প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা

তিন দেশে অনুষ্ঠিত হবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ

যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। একদিনের বিশ্বকাপের এ আসরকে সামনে রেখে ইতোমধ্যে ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে । 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের জন্য ১০টি ভেন্যু চূড়ান্ত করতে হয়। এর মধ্যে আটটি ভেন্যুর নাম প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অভিভাবক সংস্থা।

প্রকাশিত হওয়া সবগুলো ভেন্যুই দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। অর্থ্যাৎ বাকি দুটি ভেন্যু ঠিক করবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। তাতে করে বিশ্বকাপে কম সংখ্যক ম্যাচ আয়োজন করতে পারবে সহ আয়োজক দেশ দুটি।

দক্ষিণ আফ্রিকার প্রকাশিত ভেন্যুগুলো হলো কেপটাউনের নিউল্যান্ডস, জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্ক, ইস্ট লন্ডনের বাফোলো পার্ক, ব্লুমফন্টেইনের স্ট্রিংবক পার্ক, ডারবানের কিংসমিড স্টেডিয়াম, পার্লের বোল্যান্ড পার্ক ও কেবের্হার সেন্ট জর্জ পার্ক।

১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নেবে দলগুলো। আয়োজক হওয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। যদিও অপর আয়োজক নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব।

উল্লেখ্য, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ।

Link copied!

সর্বশেষ :