বাংলাদেশ রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশ নাকি ক্লাব, কাকে বেছে নেবেন এই আর্জেন্টাইন তারকা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৫:২৫ পিএম

দেশ নাকি ক্লাব, কাকে বেছে নেবেন এই আর্জেন্টাইন তারকা?

জুনেই বসছে কোপা আমেরিকার আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা। লিওনেল মেসির দল শিরোপা ধরে রাখতে মরিয়া। তবে অবাক হলেও সত্যি যে, আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশন দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিকে।প্রিমিয়ার লিগ মৌসুমের প্রায় শেষদিকের খেলা চলছে এখন। শিরোপার দৌড় এখন মোটামুটি তিন দলের মধ্যেই সীমাবদ্ধ। ম্যানচেস্টার সিটিকে আরও একবার শিরোপা জেতা থেকে ঠেকানোর ক্ষমতা এখন শুধু আর্সেনাল ও লিভারপুলেরই আছে। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট পাওয়া চেলসির শিরোপা জেতার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। এছাড়া এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়ায় এই মৌসুমে বলতে গেলে শিরোপাশূন্যই থাকতে হচ্ছে সিটিজেনদের।


তবে লিগ থেকে যে একদম কিছুই পাবার নেই চেলসির, তাও নয়। আগামী মৌসুমেও যে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হচ্ছে না চেলসির তা মোটামুটি নিশ্চিত। কিন্তু ইউরোপা লিগ কিংবা নিদেনপক্ষে কনফারেন্স লিগে জায়গা করে নেওয়ার সুযোগ আছে চেলসির সামনে। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফিরতে মরিয়া চেলসির কোচ মাউরিসিও পচেত্তিনো।চলতি মৌসুমে চেলসির অন্যতম সেরা পারফর্মার এনজো ফার্নান্দেজ। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের সামনে এখন মিলিয়ন ডলার প্রশ্ন -ক্লাব আগে নাকি দেশ আগে?

আর্জেন্টিনার কোপা আমেরিকা ধরে রাখার মিশনে এনজো ফার্নান্দেজকে যে কোনো মূল্যে চায় আর্জেন্টিনা। আবার প্রিমিয়ার লিগে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে চেলসিরও অন্যতম  ভরসার জায়গা এই ২৩ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু এনজোর সামনে এখন যে কোনো একটিকে বেছে নেওয়াই বাস্তবতা।সমস্যাটা মূলত এনজোর একটি ইনজুরি নিয়ে। ইনগুইনাল হার্নিয়ায় ভুগছেন এনজো। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ অস্ত্রোপচার। তবে এই অস্ত্রোপচারের সময় এখনও নির্ধারণ করেনি চেলসি। আর্জেন্টাইন শিবির তাই ব্লুদের বারবার তাগাদা দিচ্ছে যত দ্রুত সম্ভব এই অস্ত্রোপচার সেরে ফেলার জন্য।আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, ২৩ বছর বয়সী এনজো যদি দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রোপচার করেন তবে আসন্ন কোপা আমেরিকার আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। আগামী ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকা। আসরের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে কানাডার সঙ্গে।

এদিকে এখন অস্ত্রোপচার করা হলে প্রিমিয়ার লিগের বাকি অংশে এনজোকে আর পাবে না চেলসি। যা তাদের ইউরোপীয় আসরে জায়গা করে নেওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আবার এখন অস্ত্রোপচার না করলে মৌসুমের শেষে অস্ত্রোপচারের টেবিলে উঠতেই হবে তাকে। সে ক্ষেত্রে মিস করবেন আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় খেলার সুযোগ।এনজোর সামনে এখন সেই পুরনো প্রশ্ন - দেশ বড় না ক্লাব? কী সিদ্ধান্ত নেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় সেটাই দেখার বিষয় এখন। 

 


 

Link copied!

সর্বশেষ :