বাংলাদেশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বৈসাবি উৎসবে জমজমাট বলি খেলা, চ্যাম্পিয়ন সৃজন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৫:৩০ পিএম

বৈসাবি উৎসবে জমজমাট বলি খেলা, চ্যাম্পিয়ন সৃজন

বৈসাবি উৎসবে পাহাড়ি জনপদে শান্তির সুবাতাস। রাঙামাটিতে আয়োজিত হলো জমজমাট বলি খেলা। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন চাকমা।পার্বত্য অঞ্চলে বাংলা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে থাকে নানা উৎসবের। বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে জানলেও উৎসবটি বৈসাবি নামে সর্বাধিক পরিচিত। বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা।

 ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাঝে জনপ্রিয় বলি খেলায় অংশ নিতে সুদূর খাগড়াছড়ি থেকে আসেন বলিরা। স্থানীদের পাশাপাশি বিদেশি দর্শকদের চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শক সারিতে ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরান্দ্র বোধি প্রিয় লারমা।

 বাদ্যের তালে তালে শুরু হয় বলি খেলা। তিন ক্যাটাগরিতে ২০ জন বলি অংশ নেয়। প্রত্যেকে নিজ বুদ্ধি, শক্তি ও কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রাণপণ লড়াই করেন।চ্যালেঞ্জ ছুড়তে মাঠে আসেন গেল দুবারের চ্যাম্পিয়ন রাঙ্গামাটির বলি সৃজন চাকমা। তাকে পাল্টা চ্যালেঞ্জ জানান খাগড়াছড়ির বলি উপ সিং মারমা। শুরু হয় দুই বলির মধ্যে চলে চরম প্রতিদ্বন্দ্বিতা। মাত্র দুই মিনিটের সৃজনকে কুপোকাত করেন উপ সিং। এরপরই স্বরূপে ফেরেন সৃজন। দ্বিতীয় রাউন্ডে উপ সিংকে পরাজিত করেন সৃজন। টানা ২০ মিনিটের লড়াই শেষে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হন সৃজন চাকমা।

Link copied!

সর্বশেষ :