বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগুন চকবাজারে রাসায়নিক গুদামে , কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৫:৩৫ এএম

আগুন চকবাজারে রাসায়নিক গুদামে , কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

পুরান ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার । ছবি : সংগৃহীত

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের (কেমিকেল) একটি গুদামে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ ভোররাত সোয়া ৪টার দিকে  দৈনিক প্রথম সংবাদকে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাশেদ বিন খালিদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মিনিট পাঁচেকের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।

Link copied!

সর্বশেষ :