দৈনিক প্রথম সংবাদ

সিলেটে দুই দিন নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সিলেট নগরীর নির্দিষ্ট কিছু এলাকায় জরুরি বিদ্যুৎ উন্নয়ন ও মেরামত কাজের জন্য দুই দিন (শুক্রবার ও শনিবার) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।বিউবো সূত্রে জানা গেছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্র এবং ১১ কেভি বালুচর ফিডারের অধীনে বিদ্যুৎ লাইন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না নিম্নলিখিত এলাকায়—জল্লারপাড়, ক্বিন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, তালতলা, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকা।শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকায়—বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা।সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২)-এর নির্বাহী প্রকৌশলীরা জানান, এই সময়ের মধ্যে বিদ্যুৎ লাইন সংস্কার, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।[722]বিউবো জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে লাইন সচল আছে বলে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে।

সিলেটে দুই দিন নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ