তাসনিয়া ফারিণ এর নতুন গান ‘মন গলবে না’ প্রকাশ; শাকিব খানের নায়িকা হয়ে আসছেন রুপালি পর্দায়।ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও প্রমাণ করলেন যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সংগীতেও যুক্ত হচ্ছেন। এর আগে ২০২৪ সালে ‘ইত্যাদি’তে প্রচারিত তাঁর প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’ দারুণ প্রশংসা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ফারিণের নতুন গান ‘মন গলবে না’ সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ‘মন গলবে না’ গানে অন্যরকম এক ফারিণএই গানটি দিয়ে সম্পূর্ণ ভিন্ন এক ফারিণকে দেখেছেন শ্রোতা–দর্শকরা। গানটি পপ ও ফিউশন ঘরানার মিশ্রণে তৈরি।ফারিণ বলেন—“এই গানে আমি আশি-নব্বইয়ের দশকের অনুভূতি আর আধুনিক সাউন্ডকে একসঙ্গে মেলানোর চেষ্টা করেছি। গল্প, বাণিজ্যিকতা ও শিল্প—তিনটাকেই ফুটিয়ে তুলতে চেয়েছি।”গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইছে। শাকিব খানের নতুন সিনেমা নায়িকা হয়ে আসছেন তাসনিয়া ফারিণ বড়পর্দায়নতুন গানের আনন্দের মাঝেই এল আরেকটি বড় খবর—তাসনিয়া ফারিণ এবার শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় আসছেন।সম্প্রতি এক গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের নতুন সিনেমায় তিন নায়িকার একজন হিসেবে দেখা যাবে তাঁকে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।এর আগে মেরিল–প্রথম আলো পুরস্কার মঞ্চে শাকিব খানের সঙ্গে কথোপকথনে ফারিণ মজা করেই বলেছিলেন— “ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?” জবাবে শাকিব খান হাসতে হাসতেই বলেছিলেন— “তোমার অডিশন লাগবে না।”কয়েক মাসের মধ্যেই সেই কথাই বাস্তবে পরিণত হলো। ‘প্রিন্স’ সিনেমায় ফারিণের চরিত্রসিনেমাটিতে তাসনিয়া ফারিণ অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।যদিও বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত বলতে চাননি।ফারিণ বলেন—“শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমায় কাজ করা আমার একটা বড় ইচ্ছা ছিল। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করলে তিনি আমাকে অভিনন্দন জানান। ডিসেম্বরেই শুটিং শুরু হচ্ছে।”তিনি আরও জানান, ‘ইনসাফ’ সিনেমায় অর্জিত অভিজ্ঞতা এবার ‘প্রিন্স’-এ কাজে লাগাতে চান। নাচে আরও দক্ষ হতে চান, আর সবচেয়ে বড় বিষয়—নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখছেন প্রতিটি দৃশ্যের জন্য।বড়পর্দায় ফারিণের যাত্রাছোটপর্দার পরিচিত মুখ ফারিণ বড়পর্দায় আসেন ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন—অতনু ঘোষের কলকাতার সিনেমা ‘আরো এক পৃথিবী’সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ (ঈদুল আজহা মুক্তি)প্রতিটি কাজেই তিনি প্রশংসিত হয়েছেন।নতুন গান ‘মন গলবে না’ এবং শাকিব খানের নায়িকা হয়ে আসার ঘোষণা—দুটো মিলিয়ে এখন পুরোপুরি আলোচনায় তাসনিয়া ফারিণ। সংগীত ও অভিনয়—দুটো ক্ষেত্রেই নিজেকে নতুনভাবে তুলে ধরছেন তিনি। ভক্তরা অপেক্ষা করছেন তাঁর আগামী সিনেমা ‘প্রিন্স’-এ নতুন এক ফারিণকে দেখার জন্য।[1032][1028][933]বিনোদন সম্পর্কিত সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টাল