বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জানা গেল ১ লাখ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৯:২৬ পিএম

জানা গেল ১ লাখ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।এবার প্রায় এক লাখ শিক্ষক নিয়োগে পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সবকিছু ঠিক থাকলে রোববার (৩১ মার্চ) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটির একাধিক সূত্র।তবে চূড়ান্ত দিনক্ষণ না বলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান সোমবার (২৫ মার্চ) গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুলপর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তী সময়ে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে।

Link copied!

সর্বশেষ :