বাংলাদেশ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে জন্মেও ভিনদেশে ক্রিকেট খেলছেন তারা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৯:৫৮ এএম

বাংলাদেশে জন্মেও ভিনদেশে ক্রিকেট খেলছেন তারা

এক দেশে জন্ম নিয়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলা নতুন কিছু না। বিশ্বজুড়েও এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। এমন অবস্থায় প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশের কোনো ক্রিকেটার কি অন্য দেশের হয়ে কখনো খেলেছেন? হ্যাঁ, এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা বাংলাদেশে জন্ম নিয়েও খেলছেন অন্য দেশের হয়ে।

অতীতে বেশকজন ক্রিকেটার বাংলাদেশ জন্ম নিয়েও অন্য দেশের হয়ে খেলেছেন। বর্তমানেও এমন কিছু ক্রিকেটার আছেন, যারা অন্য দেশের জার্সি গায়ে খেলছেন। তাদের মধ্যে একজন জুবাইদ আহমেদ।ফ্রান্সের জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের জুবাইদ আহমেদ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি। টপ অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেসেও দারুণ জুবাইদ। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার পাখাচং গ্রামে। ২০১১ সালে ফ্রান্সে পাড়ি জমান তিনি। সেখানে ঘরোয়া ক্রিকেট খেলে নজর কেড়েছেন জুবাইদ।

অন্যদিকে ফিনল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন হবিগঞ্জের নুরুল হুদা শিপন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ফিনল্যান্ডে গবেষণা করতে গিয়ে হয়ে ওঠেন সেদেশের আলোচিত তারকা ক্রিকেটার। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ফিনল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় তার।


অপরদিকে সুইডেনের জাতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি প্রবাসী হুমায়ুন কবীর জ্যোতি। ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় সুইডেন যান তিনি। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের পরামর্শ ও সহযোগিতায় সুইডেনে ক্রিকেট খেলা শুরু করেন জ্যোতি। তার জন্ম খুলনার দৌলতপুরে। তিনি খুলনা জেলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। ২০১৬ সালে খুলনার বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলেও খেলেছেন।


এদিকে ভারতীয় ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ইতিহাস হয়ে আছেন প্রবীর কুমার সেন। ১৯২৬ সালের ৩১ মে বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে অভিষেক ঘটে তার। মোট ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন প্রবীর কুমার। অসাধারণ উইকেটরক্ষক ছিলেন প্রবীর কুমার। টানা পাঁচ বছর ভারত দলে উইকেটরক্ষক হিসেবে প্রথম চয়েজ ছিলেন তিনি। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসে ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই উইকেটরক্ষক। ওই ম্যাচে পাঁচটি স্ট্যাম্পিংয়ের রেকর্ড গড়েন তিনি।


প্রবীর কুমার ছাড়াও ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ঢাকায় জন্ম নেয়া ক্রিকেটার ব্র্যানসবি হেনরি কুপার। তার জন্ম ১৮৪৪ সালের ১৫ মার্চ ব্রিটিশ ভারতের ঢাকায়। মজার ব্যাপার হলো- ১৮৭৭ সালের ১৫ মার্চেই ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল। ঐতিহাসিক ওই টেস্টে খেলেছেন কুপার। তার বাবা হেনরি কুপার তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতে ঢাকায় আসেন। ব্র্যানসবি কুপারের দাদা রয়্যাল সোসাইটির একজন ফেলো ছিলেন। চাকরির সুবাদে ঢাকায় থাকাকালে দ্বিতীয় সন্তান (প্রথম পুত্র) ব্র্যানসবির বাবা হন হেনরি কুপার। ক্রিকেটে তিনি বিবি কুপার নামে পরিচিতি পান।
ওই একটি টেস্ট ম্যাচই খেলেছেন তিনি। এ ছাড়া ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে নিজেকে সেভাবে ফুটিয়ে তুলতে না পারলেও অস্ট্রেলিয়া ক্রিকেটে ডব্লিউ জি গ্রেসের সঙ্গে অসাধারণ কিছু জুটির রেকর্ডের কারণেই বিখ্যাত হয়েছেন কুপার।

Link copied!

সর্বশেষ :