দৈনিক প্রথম সংবাদ
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

অবৈধ মোবাইল বন্ধ ঘোষণা

অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর আপনার ফোন বৈধ কি না

অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর আপনার ফোন বৈধ কি না
অবৈধ মোবাইল ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হবে বিস্তারিত জানুন

অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর থেকে আইএমইআই চেক করে জানুন আপনার ফোন বৈধ কি না দেশে অবৈধ মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) কার্যকর হওয়ার পর অবৈধ মোবাইল নেটওয়ার্কে আর কোনো অবৈধ বা ক্লোন আইএমইআই যুক্ত ফোন সচল থাকবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, নতুন ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত ও বৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটই দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

বিটিআরসি জানায়, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায় দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিমের মাধ্যমে। একই সঙ্গে অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় এনইআইআর চালুর মাধ্যমে এসব অপরাধ ও রাজস্ব ক্ষতি কমানো সম্ভব হবে।

মোবাইল ফোন

নতুন মোবাইল কেনার আগে কী করবেন

১৬ ডিসেম্বরের পর যেকোনো দোকান, অনলাইন স্টোর বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার আগে তার আইএমইআই যাচাই করা বাধ্যতামূলক হবে। বৈধ ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হবে। এজন্য কেনার রশিদ বা ইনভয়েস সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।

কিভাবে জানবেন আপনার মোবাইলটি বৈধ কি না

বাংলাদেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের জন্য বৈধ আইএমইআই নিবন্ধন বাধ্যতামূলক। অবৈধ বা নকল ডিভাইস ব্যবহারে নেটওয়ার্ক সমস্যা, নিরাপত্তা ঝুঁকি এবং ভবিষ্যতে সেবা সীমাবদ্ধতার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি বৈধ কিনা।

মোবাইল ফোনের আইএমইআই যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন -

ধাপ ১: মোবাইল ফোনের মেসেজ অপশন খুলুন।

ধাপ ২: বার্তায় লিখুন KYDআইএমইআই নম্বর

উদাহরণ: KYD 123456789012345

ধাপ ৩: বার্তাটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।

ধাপ ৪: অল্প সময়ের মধ্যেই ফিরতি SMS-এ জানানো হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।

এই সেবাটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালনা করে থাকে, যাতে বাজারে অবৈধ ও নকল ফোনের ব্যবহার কমানো যায় এবং ব্যবহারকারীরা নিরাপদে মোবাইল সেবা উপভোগ করতে পারেন।

স্মাটর্ফোন

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোনের নিবন্ধন

বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহার পাওয়া মোবাইল ফোন দেশে এসে প্রথমে নেটওয়ার্কে সংযোগ পাবে। এরপর ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য এসএমএসে নির্দেশনা পাঠানো হবে। প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিলে যাচাই-বাছাই শেষে বৈধ ফোন নেটওয়ার্কে সচল থাকবে, আর অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিদেশি ফোন কীভাবে অনলাইনে নিবন্ধন করবেন

NEIR পোর্টালের মাধ্যমে বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন করতে যা করতে হবে -

ধাপ ১: ভিজিট করুন neir.btrc.gov.bd এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।

ধাপ ২: Special Registration অপশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিন।

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন - পাসপোর্টের তথ্য, ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ বা কাস্টমস ডকুমেন্ট আপলোড করুন।

ধাপ ৪: তথ্য যাচাইয়ের পর ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও এ সেবা গ্রহণ করা যাবে।

ব্যাগেজ রুলস অনুযায়ী, বিদেশ ফেরত যাত্রীরা নেটওয়ার্কে আগে ব্যবহৃত একটি ফোন ছাড়াও সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে আনতে পারবেন। শুল্ক দিয়ে আরও একটি অতিরিক্ত ফোন আনার অনুমতি রয়েছে।

মোটোফোন

বিশেষ নিবন্ধনের জন্য যেসব নথি লাগবে

  • পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের স্ক্যান/ছবি
  • পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনের সিল
  • ক্রয় রশিদ
  • অতিরিক্ত ফোন আনলে কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণপত্র
  • উপহারপ্রাপ্ত হলে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র
  • এয়ার মেইলে ফোন পেলে প্রেরক ও প্রাপকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং ক্রয়-রশিদ প্রয়োজন হবে।

বর্তমানে ব্যবহৃত অবস্থা যাচাই করবেন যেভাবে

বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোনগুলোর বৈধতা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (NEIR) কার্যক্রম চালু করেছে বিটিআরসি। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে ব্যবহারকারী চাইলে নিজ উদ্যোগে বর্তমানে ব্যবহৃত মোবাইলের নিবন্ধন অবস্থা যাচাই করতে পারবেন।

মোবাইল ফোন

মোবাইল ফোনের বর্তমান নিবন্ধন স্ট্যাটাস যাচাইয়ের নিয়ম

বর্তমান অবস্থান জানতে মোবাইল ফোন থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে

ধাপ ১: ফোন থেকে *১৬১৬১# ডায়াল করুন।

ধাপ ২: প্রদর্শিত বক্সে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে সাবমিট করুন।

ধাপ ৩: অল্প সময়ের মধ্যেই ফিরতি বার্তায় জানানো হবে - হ্যান্ডসেটটি নিবন্ধিত কি না।

এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে NEIR পোর্টাল অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও হ্যান্ডসেটের বৈধতা ও নিবন্ধন স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

১৬ ডিসেম্বর থেকে অবৈধ ফোন নেটওয়ার্কে চলবে না

বিটিআরসি ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোন কোনো মোবাইল নেটওয়ার্কে আর সচল থাকবে না। নেটওয়ার্কে সংযুক্ত হতে হলে প্রতিটি হ্যান্ডসেটকে NEIR সিস্টেমে বৈধ হিসেবে নিবন্ধিত থাকতে হবে।

আইএমইআই বৈধতা যাচাইয়ের নিয়ম

নিজের মোবাইল ফোনটি বৈধ কি না জানতে ব্যবহারকারীকে KYD IMEI লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ডিভাইসটির আইএমইআই নিবন্ধিত কি না।

বিদেশি ফোন নিবন্ধন বাধ্যতামূলক

বিদেশ থেকে আনা স্মার্টফোন দেশে ব্যবহার করতে চাইলে NEIR পোর্টালে অনলাইন নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া ফোনটি নেটওয়ার্কে সচল থাকলেও ৩০ দিনের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সচল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত

বিটিআরসি জানিয়েছে, দেশে ইতোমধ্যে ব্যবহারাধীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে, ফলে সাধারণ ব্যবহারকারীরা কোনো ঝামেলায় পড়বেন না।


অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ায় দেশের টেলিযোগাযোগ নিরাপত্তা ও ডিজিটাল জালিয়াতি নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসছে। ১৬ ডিসেম্বরের পর নেটওয়ার্কে শুধু বৈধ ও নিবন্ধিত হ্যান্ডসেটই চালু থাকবে। তাই এখনই নিজের মোবাইলের আইএমইআই নম্বর যাচাই করে এর বৈধতা নিশ্চিত করা জরুরি।

বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া মোবাইলের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিটিআরসি জানিয়েছে, নতুন এ ব্যবস্থা কার্যকর হলে জালিয়াতি, ক্লোন আইএমইআই ব্যবহার এবং অবৈধ আমদানির প্রবণতা কমে আসবে এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষিত হবে। নাগরিকদের নিরাপদ ডিজিটাল ব্যবহারের জন্য নিজ নিজ মোবাইলের বৈধতা নিশ্চিত করাই এখন মূল দায়িত্ব।

বিষয় : অবৈধ মোবাইল মোবাইল বন্ধ অবৈধ মোবাইল বন্ধ মোবাইল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর আপনার ফোন বৈধ কি না

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর থেকে আইএমইআই চেক করে জানুন আপনার ফোন বৈধ কি না দেশে অবৈধ মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) কার্যকর হওয়ার পর অবৈধ মোবাইল নেটওয়ার্কে আর কোনো অবৈধ বা ক্লোন আইএমইআই যুক্ত ফোন সচল থাকবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, নতুন ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত ও বৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটই দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

বিটিআরসি জানায়, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায় দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিমের মাধ্যমে। একই সঙ্গে অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় এনইআইআর চালুর মাধ্যমে এসব অপরাধ ও রাজস্ব ক্ষতি কমানো সম্ভব হবে।

মোবাইল ফোন

নতুন মোবাইল কেনার আগে কী করবেন

১৬ ডিসেম্বরের পর যেকোনো দোকান, অনলাইন স্টোর বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার আগে তার আইএমইআই যাচাই করা বাধ্যতামূলক হবে। বৈধ ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হবে। এজন্য কেনার রশিদ বা ইনভয়েস সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।

কিভাবে জানবেন আপনার মোবাইলটি বৈধ কি না

বাংলাদেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনের জন্য বৈধ আইএমইআই নিবন্ধন বাধ্যতামূলক। অবৈধ বা নকল ডিভাইস ব্যবহারে নেটওয়ার্ক সমস্যা, নিরাপত্তা ঝুঁকি এবং ভবিষ্যতে সেবা সীমাবদ্ধতার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি বৈধ কিনা।

মোবাইল ফোনের আইএমইআই যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন -

ধাপ ১: মোবাইল ফোনের মেসেজ অপশন খুলুন।

ধাপ ২: বার্তায় লিখুন KYDআইএমইআই নম্বর

উদাহরণ: KYD 123456789012345

ধাপ ৩: বার্তাটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।

ধাপ ৪: অল্প সময়ের মধ্যেই ফিরতি SMS-এ জানানো হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।

এই সেবাটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালনা করে থাকে, যাতে বাজারে অবৈধ ও নকল ফোনের ব্যবহার কমানো যায় এবং ব্যবহারকারীরা নিরাপদে মোবাইল সেবা উপভোগ করতে পারেন।

স্মাটর্ফোন

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোনের নিবন্ধন

বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহার পাওয়া মোবাইল ফোন দেশে এসে প্রথমে নেটওয়ার্কে সংযোগ পাবে। এরপর ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য এসএমএসে নির্দেশনা পাঠানো হবে। প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিলে যাচাই-বাছাই শেষে বৈধ ফোন নেটওয়ার্কে সচল থাকবে, আর অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিদেশি ফোন কীভাবে অনলাইনে নিবন্ধন করবেন

NEIR পোর্টালের মাধ্যমে বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন করতে যা করতে হবে -

ধাপ ১: ভিজিট করুন neir.btrc.gov.bd এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন।

ধাপ ২: Special Registration অপশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিন।

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন - পাসপোর্টের তথ্য, ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ বা কাস্টমস ডকুমেন্ট আপলোড করুন।

ধাপ ৪: তথ্য যাচাইয়ের পর ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও এ সেবা গ্রহণ করা যাবে।

ব্যাগেজ রুলস অনুযায়ী, বিদেশ ফেরত যাত্রীরা নেটওয়ার্কে আগে ব্যবহৃত একটি ফোন ছাড়াও সর্বোচ্চ একটি ফোন বিনা শুল্কে আনতে পারবেন। শুল্ক দিয়ে আরও একটি অতিরিক্ত ফোন আনার অনুমতি রয়েছে।

মোটোফোন

বিশেষ নিবন্ধনের জন্য যেসব নথি লাগবে

  • পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের স্ক্যান/ছবি
  • পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনের সিল
  • ক্রয় রশিদ
  • অতিরিক্ত ফোন আনলে কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণপত্র
  • উপহারপ্রাপ্ত হলে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র
  • এয়ার মেইলে ফোন পেলে প্রেরক ও প্রাপকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং ক্রয়-রশিদ প্রয়োজন হবে।

বর্তমানে ব্যবহৃত অবস্থা যাচাই করবেন যেভাবে

বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোনগুলোর বৈধতা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (NEIR) কার্যক্রম চালু করেছে বিটিআরসি। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে ব্যবহারকারী চাইলে নিজ উদ্যোগে বর্তমানে ব্যবহৃত মোবাইলের নিবন্ধন অবস্থা যাচাই করতে পারবেন।

মোবাইল ফোন

মোবাইল ফোনের বর্তমান নিবন্ধন স্ট্যাটাস যাচাইয়ের নিয়ম

বর্তমান অবস্থান জানতে মোবাইল ফোন থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে

ধাপ ১: ফোন থেকে *১৬১৬১# ডায়াল করুন।

ধাপ ২: প্রদর্শিত বক্সে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে সাবমিট করুন।

ধাপ ৩: অল্প সময়ের মধ্যেই ফিরতি বার্তায় জানানো হবে - হ্যান্ডসেটটি নিবন্ধিত কি না।

এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে NEIR পোর্টাল অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও হ্যান্ডসেটের বৈধতা ও নিবন্ধন স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

১৬ ডিসেম্বর থেকে অবৈধ ফোন নেটওয়ার্কে চলবে না

বিটিআরসি ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোন কোনো মোবাইল নেটওয়ার্কে আর সচল থাকবে না। নেটওয়ার্কে সংযুক্ত হতে হলে প্রতিটি হ্যান্ডসেটকে NEIR সিস্টেমে বৈধ হিসেবে নিবন্ধিত থাকতে হবে।

আইএমইআই বৈধতা যাচাইয়ের নিয়ম

নিজের মোবাইল ফোনটি বৈধ কি না জানতে ব্যবহারকারীকে KYD IMEI লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ডিভাইসটির আইএমইআই নিবন্ধিত কি না।

বিদেশি ফোন নিবন্ধন বাধ্যতামূলক

বিদেশ থেকে আনা স্মার্টফোন দেশে ব্যবহার করতে চাইলে NEIR পোর্টালে অনলাইন নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া ফোনটি নেটওয়ার্কে সচল থাকলেও ৩০ দিনের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সচল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত

বিটিআরসি জানিয়েছে, দেশে ইতোমধ্যে ব্যবহারাধীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে, ফলে সাধারণ ব্যবহারকারীরা কোনো ঝামেলায় পড়বেন না।


অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ায় দেশের টেলিযোগাযোগ নিরাপত্তা ও ডিজিটাল জালিয়াতি নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসছে। ১৬ ডিসেম্বরের পর নেটওয়ার্কে শুধু বৈধ ও নিবন্ধিত হ্যান্ডসেটই চালু থাকবে। তাই এখনই নিজের মোবাইলের আইএমইআই নম্বর যাচাই করে এর বৈধতা নিশ্চিত করা জরুরি।

বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া মোবাইলের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিটিআরসি জানিয়েছে, নতুন এ ব্যবস্থা কার্যকর হলে জালিয়াতি, ক্লোন আইএমইআই ব্যবহার এবং অবৈধ আমদানির প্রবণতা কমে আসবে এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষিত হবে। নাগরিকদের নিরাপদ ডিজিটাল ব্যবহারের জন্য নিজ নিজ মোবাইলের বৈধতা নিশ্চিত করাই এখন মূল দায়িত্ব।

[1012]


দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৫ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম