চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে দেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৈঠকে বোর্ডগুলোকে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফল প্রকাশের কাজ প্রায় শেষের দিকে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, তারা ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে পারবে। তবে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “আমরা এখনো ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করিনি। মন্ত্রণালয়ে তারিখ পাঠানো হবে সব কাজ শেষ হওয়ার পর।” তবে তিনি জানান, ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান জানিয়েছেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে ফল প্রকাশ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমরা বলেছি ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে। তারা জানিয়েছে, এর আগেও প্রকাশ করতে পারেন।”এবারের এইচএসসি- ২০২৫ পরীক্ষা শুরু হয় ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে লাখ লাখ শিক্ষার্থী তাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন।[439]দেশজুড়ে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ।