রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর মাসুদ ওই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর মাসুদ আর ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
নিখোঁজের ৩ দিন পর কিশোর মাসুদের মরদেহ উদ্ধার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, হত্যার পেছনে ষড়যন্ত্র রয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত সত্য জানা যাবে।
যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।
বিষয় : মরদেহ উদ্ধার কিশোরহত্যা

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫
রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর মাসুদ ওই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর মাসুদ আর ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
নিখোঁজের ৩ দিন পর কিশোর মাসুদের মরদেহ উদ্ধার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, হত্যার পেছনে ষড়যন্ত্র রয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত সত্য জানা যাবে।
[118]
যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

আপনার মতামত লিখুন