রোজ শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ - ৪ জমাদিউল আখির ১৪৪৭ হিজরিমুসলমানদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রতিদিন ভিন্ন হওয়ায় নামাজের সময়সূচিতেও পরিবর্তন আসে। তাই সঠিক সময়ে নামাজ আদায়ের জন্য প্রতিদিনের নির্ভুল সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আজকের ঢাকা জেলার সর্বশেষ ও নির্ভরযোগ্য নামাজের সময়সূচি নিচে উপস্থাপন করা হলো- আজকের নামাজের সময়সূচি (ঢাকা জেলা - ২৭ ডিসেম্বর ২০২৫)আজকের নামাজের সময়সূচি (ঢাকা জেলা - ২৭ ডিসেম্বর ২০২৫)নামাজসময়ফজরভোর ৫:৩৬ মিনিটযোহরদুপুর ১২:০৫ মিনিটআসরবিকেল ৪:০৩ মিনিটমাগরিবসন্ধ্যা ৫:১৬ মিনিটএশারাত ৬:৪৫ মিনিটসাহরি ও ইফতারের সময়সময়সূচিসময়সাহরির শেষ সময়ভোর ৫:২৯ মিনিটইফতারের সময়সন্ধ্যা ৫:১৬ মিনিটনামাজের নিষিদ্ধ সময়ইসলামে কিছু নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা নিষেধ। এই সময়গুলোতে নফল নামাজ থেকেও বিরত থাকা উত্তম-সূর্য ওঠার সময়সূর্য ঠিক মধ্য আকাশে অবস্থানকালেসূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্ত[1327] আজকের নিষিদ্ধ সময় (২৭ ডিসেম্বর ২০২৫)সময়কালনিষিদ্ধ সময়সূর্যোদয়ভোর ৬:৪২ থেকে কয়েক মিনিট পর পর্যন্তযোহরের আগেদুপুর ১২:০২ – ১২:০৫সূর্যাস্তের সময়সন্ধ্যা ৫:১৬–এর ঠিক আগে পর্যন্তঅন্যান্য নফল নামাজের সময়সূচিনামাজসময়কালচাশত (দোহা)সকাল ৬:৫২ থেকে দুপুর ১২:০২আওয়াবিনমাগরিবের পর থেকে এশার আগে (৫:১৭ – ৬:৪৫)তাহাজ্জুদরাত ১২:৩০ থেকে ভোর ৫:১৭ পর্যন্তবিশেষ নির্দেশনাপাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ।নামাজের সময় জানার ক্ষেত্রে স্থানীয় মসজিদের আজানকে অগ্রাধিকার দিন।আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে সময়সূচিতে সামান্য পার্থক্য হতে পারে।সময়মতো নামাজ আদায় করলে অন্তরে প্রশান্তি ও জীবনে বরকত নেমে আসে।আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে যত্নবান হওয়ার তাওফিক দান করুন। আমিন। তথ্যসূত্র: মুসলিম বাংলা - ঢাকা নামাজের সময়সূচি।ইসলাম ও ইবাদত বিষয়ক প্রতিদিনের আপডেট পেতে ভিজিট করুন - দৈনিক প্রথম সংবাদ।[1325]