দৈনিক প্রথম সংবাদ
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট ফিচার চালু- চার দেশে শুরু পরীক্ষামূলক ব্যবহার

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট ফিচার চালু- চার দেশে শুরু পরীক্ষামূলক ব্যবহার
চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট ফিচার চালু

গ্রুপ চ্যাট ফিচারের প্রথম ঝলক

গত সপ্তাহে এআইপিআরএম–এর চিফ ইঞ্জিনিয়ার টিবোর ব্লাহো এক্স (টুইটার)-এ প্রকাশ করেন চ্যাটজিপিটি ওয়েব অ্যাপের নতুন গ্রুপ চ্যাট ফিচারের প্রথম ঝলক।
তার ভাষায়-
চ্যাটজিপিটি ওয়েব অ্যাপের টপ নেভিগেশন বারে এখন একটি “Start a Group Chat” বাটন দেখা যাচ্ছে। এই বাটনে ক্লিক করলে একটি শেয়ারযোগ্য লিংক তৈরি হয়, যা অন্যদের পাঠালেই তারা গ্রুপ চ্যাটে যোগ দিতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো-নতুন ব্যবহারকারীরাও গ্রুপে প্রবেশ করলে আগের সমস্ত বার্তা দেখতে পারবেন।

চ্যাটজিপিটি ওয়েব অ্যাপে গ্রুপ চ্যাটের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকটিভ ফিচার—
  • বার্তায় রিঅ্যাকশন যোগ করা
  • নির্দিষ্ট কোনো মেসেজে রিপ্লাই দেওয়া
  • মেসেজ রিপোর্ট করার অপশন
  • কেউ টাইপ করছে তা লাইভ দেখা
  • ফাইল আপলোড সাপোর্ট
  • ছবি তৈরি করার সুবিধা
  • ওয়েব সার্চ অপশন

এই ফিচারগুলো চ্যাটজিপিটিকে শুধুই এআই চ্যাটবট নয়, বরং একটি পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে রূপ দিচ্ছে।

গ্রুপ চ্যাটকে আরও কার্যকর করতে ওপেনএআই চালু করেছে “Shared Project Mode”। এতে- 

  • দলের সদস্যরা একটি শেয়ারড প্রজেক্টে ডকুমেন্ট আপলোড করতে পারবেন
  • চ্যাটজিপিটি সময়ের সঙ্গে সেই তথ্য মনে রাখবে
  • ভবিষ্যতের আলোচনায় আরও প্রাসঙ্গিক ও সঠিক উত্তর দিতে পারবে

ওপেনএআই জানায়, শেয়ারড প্রজেক্ট সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হয়, তাই সংবেদনশীল ফাইল বা চলমান কথোপকথনেও এই মোড ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট

নতুন এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সহকর্মীদের আমন্ত্রণ জানাতে পারবেন, ঠিক যেমন গুগল ডকে সহযোগী যুক্ত করা হয়। কেউ চাইলে শুধু আলোচনা করতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী সরাসরি ডেটা বা তথ্য সম্পাদনাও করতে পারবেন।

এটি নিঃসন্দেহে চ্যাটজিপিটির সহযোগিতামূলক কাজের সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। টেক নিউজ পেতে নিয়মিত ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ

বিষয় : ChatGPT আপডেট গ্রুপ চ্যাট OpenAI ফিচার এআই নিউজ টেক আপডেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট ফিচার চালু- চার দেশে শুরু পরীক্ষামূলক ব্যবহার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

গ্রুপ চ্যাট ফিচারের প্রথম ঝলক

গত সপ্তাহে এআইপিআরএম–এর চিফ ইঞ্জিনিয়ার টিবোর ব্লাহো এক্স (টুইটার)-এ প্রকাশ করেন চ্যাটজিপিটি ওয়েব অ্যাপের নতুন গ্রুপ চ্যাট ফিচারের প্রথম ঝলক।
তার ভাষায়-
চ্যাটজিপিটি ওয়েব অ্যাপের টপ নেভিগেশন বারে এখন একটি “Start a Group Chat” বাটন দেখা যাচ্ছে। এই বাটনে ক্লিক করলে একটি শেয়ারযোগ্য লিংক তৈরি হয়, যা অন্যদের পাঠালেই তারা গ্রুপ চ্যাটে যোগ দিতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো-নতুন ব্যবহারকারীরাও গ্রুপে প্রবেশ করলে আগের সমস্ত বার্তা দেখতে পারবেন।

চ্যাটজিপিটি ওয়েব অ্যাপে গ্রুপ চ্যাটের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকটিভ ফিচার—
  • বার্তায় রিঅ্যাকশন যোগ করা
  • নির্দিষ্ট কোনো মেসেজে রিপ্লাই দেওয়া
  • মেসেজ রিপোর্ট করার অপশন
  • কেউ টাইপ করছে তা লাইভ দেখা
  • ফাইল আপলোড সাপোর্ট
  • ছবি তৈরি করার সুবিধা
  • ওয়েব সার্চ অপশন

[866]

এই ফিচারগুলো চ্যাটজিপিটিকে শুধুই এআই চ্যাটবট নয়, বরং একটি পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে রূপ দিচ্ছে।

গ্রুপ চ্যাটকে আরও কার্যকর করতে ওপেনএআই চালু করেছে “Shared Project Mode”। এতে- 

  • দলের সদস্যরা একটি শেয়ারড প্রজেক্টে ডকুমেন্ট আপলোড করতে পারবেন
  • চ্যাটজিপিটি সময়ের সঙ্গে সেই তথ্য মনে রাখবে
  • ভবিষ্যতের আলোচনায় আরও প্রাসঙ্গিক ও সঠিক উত্তর দিতে পারবে

ওপেনএআই জানায়, শেয়ারড প্রজেক্ট সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হয়, তাই সংবেদনশীল ফাইল বা চলমান কথোপকথনেও এই মোড ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট

নতুন এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সহকর্মীদের আমন্ত্রণ জানাতে পারবেন, ঠিক যেমন গুগল ডকে সহযোগী যুক্ত করা হয়। কেউ চাইলে শুধু আলোচনা করতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী সরাসরি ডেটা বা তথ্য সম্পাদনাও করতে পারবেন।

এটি নিঃসন্দেহে চ্যাটজিপিটির সহযোগিতামূলক কাজের সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। টেক নিউজ পেতে নিয়মিত ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ

[708]


দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৫ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম